সর্বশেষঃ

ভোলায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা বিরতণ

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলছেই।মরণঘাতী নভেল করোনা ভাইরাস লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো বিশ্বকে। বাংলাদেশ ও করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছেনা মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমনতো অবস্থায় ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। প্রতিনিয়তই সাহায্য করে যাচ্ছে এ সংস্থাটি। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস সংক্রমোক প্রতিরোধে আজও ভোলার কর্মহীন হয়ে পড়া দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

আজ সোমবার সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রধান কর্যালয় থেকে এ খাদ্য সহায়তা তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ জাকির হোসেন, এড়িয়া ইনচার্জ মোঃ বশির ও সিনিয়র ফিল্ড অফিসার মোঃ রাশেল মনির।

এসময় শারীরিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।