দৌলতখানে যমযম চ্যারিটেবল ট্রাস্ট’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
ভোলার দৌলতখানে করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী ও কর্মহীন হয়ে পড়া অসহায় ৮০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যমযম চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে দৌলতখান সূর্যের হাঁসি ক্লিনিক ম্যানেজার খালেদুজ্জামান (পলু) ও হারুন-অর রশিদ মিয়ার মাধ্যমে এসব অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে,চাল,ডাল,পিঁয়াজ,চিনি ও তেল। এছাড়াও হাত ধোয়ার একটি সাবান রয়েছে।
খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী অসহায় শ্রমজীবী পরিবারগুলো।
এবিষয়ে খালেদুজ্জামান (পলু) জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমজীবী পরিবার। এর মধ্যে কিছু পরিবারের মুখে হাঁসি ফোটানোর উদ্দেশ্যেই এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন যমযম চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ।