ভোলায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার খাদ্য সহায়তা বিরতণ অব্যাহত
করোনাভাইরাস প্রতিরোধে ভোলার কর্মহীন হয়ে পড়া মানুষের ও ক্যামারা পার্সনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। আজ রবিবার সকালে ভোলা সরকারী শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে থেকে ও ভোলা প্রেসক্লাব থেকে এ খাদ্য সহায়তার ত্রান তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল ইসলাম আবিদ অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ জাকির হোসেন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।