দৌলতখানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে মাঠে নামছে ইউএনও
দৌলতখানে মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত ।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দৌলতখান বাংলাবাজারের মোল্লা ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান, মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নৌ-বাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার নুর মোহাম্মদ ও তানভীর আহসান সহ নৌ-সদস্যরা উপস্থিত ছিলেন।