ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৬ জন

করোনাভাইরাস প্রতিরোধে ভোলার বাহিরের কেউ ভোলায় প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
আর সেই নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সন্ধ্যায় নারী শিশুসহ ৪৬ জন যাত্রী লক্ষ্মীপুর নোয়াখালী হয়ে মজু চৌধুরী ঘাট থেকে ট্রলার যোগে ভোলার ইলিশাঘাটে আসলে পুলিশ ও কোস্টর্গাড তাদের আটক করে জংশনস্থ মৌলভীরহাট ফাজিল মাদ্রাসায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, রাতে আমরা হোটেল থেকে রান্না করে তাদের খাবারের ব্যবস্থা করেছি এখনো গ্রাম পুলিশ আছে সেখানে তাদের সার্বক্ষণিক দেখাশোনার জন্য, আমি প্রতি মুহূর্তে তাদের খোঁজখবর নিচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page