দৌলতখানে ১০ হাজার পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী দেবে: এমপি মুকুল
করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে পবিত্র রমজান মাস উপলক্ষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দৌলতখানে খেটে খাওয়া শ্রমজীবী অসহায় ১০ হাজার পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় দৌলতখানের বাস ভবনে উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে জরুরী বৈঠক করেছেন তিনি।
এবারের ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে: চাল, ডাল, তৈল,, চিনি, ছোলা ও সাবান।
এমপি মুকুলের নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে এসব খাদ্যদ্রব্য প্যাকেট জাত প্রক্রিয়া করার কাজ শুরু করেছেন।
রমজানের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এমপি আলী আজম মুকুল।।