দৌলতখানে বেশি দামে পণ্য বিক্রি ’৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার জরিমানা
মাহে রমজান ও করোনাভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোলার দৌলতখানে ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলতখান পৌরশহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ, অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীদের জরিমানা করেন। অভিযানে নৌ-বাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার তানভীর আহসান, থানার উপ-পরিদর্শক(এসআই) মোস্তফা সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ জানান, দ্রুব্যমূল্যের দাম অধিক রাখায় ও মূল্যের তালিকা প্রদর্শন না করায় নাহার ষ্টোরকে ২০ হাজার, সবজি ব্যবসায়ী কামালকে ২ হাজার, মুড়ি ব্যবসায়ী মিঠুনকে ২ হাজার, তালুকদার ষ্টোরকে ৫ হাজার,মনির ষ্টোরকে ৫ হাজার,সালাউদিন ষ্টোরকে ৫ হাজার, কাচা মালের আড়তদার ইব্রাহিমকে ৫ হাজার ও সামছুউদ্দিন আড়তদারকে ৫ হাজার টাকা সহ মোট ৮ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।