শেখ হাসিনা কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলছেনে, প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনা ক্ষমতায় আসারপর কৃষকদের র্সবাত্মক সহযোগতিা করছেন। র্ভতুকি দিয়ি কৃষকদেরকে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন।
শুক্রবার সকালে লালমোহন উপজলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তররে আয়োজনে কম্বাইন হারভষ্টোর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। র্ভতুকি দিয়ে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার কৃষকদের পক্ষ থেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, কম্বাইন হারভেষ্টার মেশিনেরে মাধ্যমে কৃষকের জমি থেকে ধান কাটতে এখন আর সমস্যা হবে না। সহজেই জমির ধান কেটে ঘরে তুলতে পারবে কৃষক।
লালমোহন উপজলো নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র সভাপত্বিত্তে এসময় উপজেলা চেয়োরম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদে, উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ উপস্থিত ছিলেন। কম্বাইন হারভেষ্টারটি কৃষক কামরুল ইসলাম মাজেদের হাতে হস্তান্তর করেন, প্রধান অতিথি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। কম্বাইন হারভেষ্টার মেশিনটির মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। সরকার র্ভতুকি দিয়েছেন ১০ লাখ ২৫ হাজার টাকা।