ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
ভোলায় কালবৈশাখী ঝড় কেড়ে নিলো দিনমজুর রুহুল আমিনের শেষ সম্বল বসত ঘর
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্য চরপোটকা রাড়ি বাড়ির হতদরিদ্র দিনমজুর রুহুল আমিন রাড়ি পিতাঃ আনসার রাড়ির একমাত্র থাকার শেষ সম্বল টুকু কেরে নিল কাল বৈশাখী ঝড়।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে হঠাৎ ঝড়ে সব লন্ডভন্ড করে দিল রুহুল আমীন এর থাকার মত শেষ সম্বল টুকু। একে তো করোনা আক্রমণ এর কারনে তার রুযী রোযগার বন্ধ, তার উপর আবার মাথাগুযার শেষ সম্বল টুকু নেই। ঘরের নিচে চাপা পরা রুহুল আমীন অনেক কষ্টে ঘর থেকে বের হতে পারলে ও পারেনি তার থাকার শেষ সম্বল টুকু রক্ষা করতে।
এখন রুহুল আমীন তার পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় থাকা ছাড়া উপায় নেই। তাই দয়া করে জেলা প্রশাসন ও বাপ্তা ইউনিয়ন এর সফল চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার কাছে আকুল আবেদন জানিয়েছেন যেনো তার থাকার মত একটু ব্যবস্থা করেন।