দক্ষিণ দিঘলদী ইউনিয়নে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন পরিবারের পাশে কামাল হোসেন

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজ অর্থায়নে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কর্মহীন দরিদ্র ও অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।

খাদ্য সামগ্রী বিরতণকালে কামাল হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং সবাইকে যার যার ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করেছেন। এই অবস্থায় হত দরিদ্র লোকেরা বাসায় বসে আছে এবং তাদের কোনো কাজকর্ম না থাকায় অনেকের খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা আশা করব সমাজের বিত্তবান ব্যক্তিরা সবাই হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়াবেন এবং এই ক্রান্তিলগ্নে উনাদের হাত প্রসারিত করে দিবেন।

তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ অভুক্ত থাকবে না। আজ আমি আমার ইউনিয়নের দরিদ্র, অসহায় ও কর্মহীন শ্রমজীবী মানুষের আহারের কথা চিন্তা করে ব্যক্তিগত তহবিল থেকে ৫০০ পরিবারের কাছে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।