সর্বশেষঃ

থানা বিএনপির নির্দেশে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নোমানের ত্রাণ বিতরণ

ভোলা সদর থানা বিএনপির নির্দেশে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের গরিব ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ভাইরাস নয় সংক্রমিত হোক মানবিকতা এমন স্লোগানকে সামনে রেখে করোনো ভাইরাস কোভিড-১৯ জানিত সার্বিক পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্য মানবার টানে সাবেক ধর্ম মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহান এর যোগ্য উত্তসরী ও ভোলা সদর থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ এর নির্দেশে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম  সস্পাদক আহলাজ্ব আবু নোমান মোহাম্মদ ছফিউল্লার নিজ অর্থায়নে ৩০০ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে বৃস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় মধ্য পশ্চিম বালিয়া দাখিল মাদ্রাসার মাঠে করোনা ভাইরাসের কারণে কর্মহীন এসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।