সর্বশেষঃ

করোনার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘উম্পুন’

(প্রতীকী ছবি)

এপ্রিল মাসের শেষ বা মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে হানা দিতে পারে ঘূর্ণিঝড় ‘উম্পুন’। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, কোথায় আছড়ে পড়বে এটি, সেই সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি দেশটির আবহাওয়া দপ্তর। ‘উম্পুন’ নামটি থাইল্যান্ডের দেয়া। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকায় এটাই শেষ নাম।

এপ্রিলের শেষের দিকে নিম্নচাপ সূষ্টি হতে পারে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে উম্পুন। আন্দামান ও নিকোবারের দ্বীপগুলিতে এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এপ্রিল বা মে মাসে হওয়া ঘূর্ণিঝড়ের ভারতীয় মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসার প্রবণতা কম।

১৮৯১ সাল থেকে এখনও পর্যন্ত এপ্রিলের কোনও ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আঘাত হানেনি। ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে মাত্র চারটি ঘূর্ণিঝড়। বাকি ২৪টি বাংলাদেশ বা মিয়ানমারের ক্ষতি করেছে।

সূত্রমতে, মে মাসের প্রথমেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তবে সেটির গতিপথ কোনদিকে হবে তা নিয়ে এখনও কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page