ভোলায় অসহায় এক হাজার পরিবারকে রমজানের খাদ্য উপহার দিলেন বিপ্লব মোল্লা
রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। ছবি: ভোলার বাণী।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-৯) সংক্রমণ রোধে ঘরে অবস্থানরত কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার ব্যক্তিগত উদ্যোগে গরিব দুঃখীদের মাঝে আসন্ন পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে খাদ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল দশ টায় বাপ্তা ইউপি কার্যালয়ের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে ইউনিয়নের ১০০০ কর্মহীন পরিবারের মাঝে সম্পুর্ন ব্যাক্তিগত উদ্দোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।
বিতরণকৃত রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ডাল, আলু, বুট, পেয়াজ, চিরা।
এসময় তিনি বলেন আগামী ২রা রমজান বাপ্তা ইউনিয়নের ৬০০ পরিবারের মাঝে সরকারী চাল বিতরন করবেন এবং রমজানের শেষদিকে তার নিজ তহবিল থেকে ঈদ উপহার বিতরন করবেন।
তিনি আরও বলেন আমি চাই সমাজের উচ্চবর্গের মানুষগুলো বিশেষ করে করোনার দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াক।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণী সম্পাদক মোহাঃ মাকসুদুর রহমান, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দে, ইউনিয়ন আ’লীগ সহসভাপতি মুশফিকুর রহমান, বাপ্তা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাসনাইন আহমেদসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য গত মাসে চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা নিজ উদ্যোগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।