ভোলার শিবপুর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন ইউএনও
করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । এমন পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার ) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদে ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন ইউএনও। তার পাশাপাশি শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন তার নিজ অর্থায়নে হটলাইন সার্ভিস চালু করেছেন। হটলাইন সার্ভিসে চাল ১০ কেজি, আলু ৫ কেজি, তৈল ১ কেজি, ডাল ১ কেজি দেওয়া হচ্ছে। এ হটলাইন সার্ভিস ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুয়াযী আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে হতদরিদ্র পরিবারের আবেদন পরিপ্রেক্ষিতে আমরা মানবিক আবেদনে সাড়া দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছি।
শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, যতদিন করোনার এই মহামারি থাকবে ততোদিন অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান, শিবপুর ইউনিয়ন
আওয়ামী লীগ সভাপতি মোঃ সেলিম, শিবপুর ইউনিয়নের ৭নং ওর্য়াডের মেম্বার মোঃ মসু, ৯নং ওর্য়াডের মেম্বার মোঃ মন্নান, ৬নং ওর্য়াডের মেম্বার মোঃ রাজিব, ২নং ওর্য়াডের মেম্বার মোঃ রুহুল আমিন, ৮নং ওর্য়াডের মেম্বার মোঃ মাইনউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইয়ারুল ইসলাম (খোকন), মোঃ ইউসুফ, মোঃ বাছেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।