ভোলায় আড্ডা দিয়ে মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলা ভাংচুর
ভোলা সদর উপজেলার ধনিয়া রিভার ভিউ রিসোর্টে আড্ডা দিয়ে মাদক সেবনে বাঁধা দেয়ায় দু দফা হামলা ও মারধরের শিকার হয়েছেন ধনিয়া রিভা ভিউ রিসোর্টের মালিক ও ভোলা কম্পিউটারের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। মারাত্মক আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ এপ্রিল বুধবার বিকাল ৫ টায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে এলাকার কতিপয় যুবক ভোলা সদরের ধনিয়া ইউনিয়রে তুলাতলী বাজার সন্নিকটে মেঘনা পাড়ের ধনিয়া রিভার ভিউ রিসোর্টের মধ্যে দির্ঘ দিন ধরে এলাকার কতিপয় যুবক বিকেল থেকে রাত অবধি আড্ডাসহ মাদক সেবন ও নারী নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে আসছে। রিসোর্টের দায়িত্বে থাকা লোকজন বিভিন্ন সময়ে বাঁধা দিলেও কোনো কর্নপাত করেনি ওই মাদক সেবীরা। করোনা ভাইরাসের কারনে লোকজন ছুটিতে থাকায় ওই রিসোর্টের মালিক আব্দুল্লাহ আল মামুন ২১ এপ্রিল বিকাল ৪টার দিকে রিসোর্টে গেলে ওই যুবকদের মাদক সেবন অবস্থায় দেখতে পায়। করোনার মধ্যে এভাবে আড্ডা না দিয়ে তাদেরকে রিসোর্ট ছেড়ে চলে যেতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে চলে যায়। এর কিছুক্ষন পরে স্থানিয় ১নং ওয়ার্ডের সামছুদ্দিন মাষ্টারের ছেলে তরিকুল ইসলামের নেতৃত্বে বাহার ও ইমরান সহ ৮/১০ জন মাদকসেবী লাঠিসোটা নিয়ে রিসোর্টে ঢুকে পূনরায় তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে এবং রিসোর্টের আসবাব সহ একটি হোন্ডা ভাংচুর করে পানিতে ফলে দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। মারপিট দেখে স্থানিয় লোকজন এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
এঘটনার ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।