ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
দৌলতখানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ‘শান্তি সবুজ’
ভোলার দৌলতখান উপজেলায় অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ‘শান্তি সবুজ ‘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল) বেলা ১২টায় ‘শান্তি সবুজ’ স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনা সুলতানা ঐশী ৫০জন অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলেদেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ,মুড়ি,বুট, চিড়া,পেয়াজ, চিনি।
করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায় এই শ্রমজীবী মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন।
শান্তি সবুজ স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনা সুলতানা ঐশী বলেন, করোনা ভাইরাসের সংক্রমনে অসহায় শ্রমজীবী মানুষরা খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। এসব অসহায় শ্রমজীবী মানুষকে খুঁজে বের করে তাদের মাঝে আমরা পবিত্র মাহেরমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, শান্তি সবুজের প্রতিষ্ঠাতা আমিনা সুলতানা ঐশী, সাংবাদিক সোহেব, ও মামুন।