বোরহানউদ্দিন সাচড়া স্থানীয় ইউপি সদস্য সহ আটক-৩
বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে স্বামী পরিত্যাক্তা শারীরিক প্রতিবন্ধী মহিলার সাথে অবৈধ মেলামেশা গর্ভপাত নষ্ট করে পানিতে ভাসিয়ে দেয়ার অপরাধে স্থানীয় মেম্বার শাহাজল হক সহ অভিযুক্ত আবু তাহের ও সফিজল গণি কে আটক করেছেন থানা পুলিশ। বোরহানউদ্দিন থানায় ধর্ষন ও গর্ভপাত নষ্ট করার অপরাধে মামলা দায়ের করা হয়। বুধবার বিকাল ৫টায় সাচড়া শিবপুর গ্রাম হতে বাচ্চাটি লাশ উদ্ধার করেন বোরহানউদ্দিন ইউএনও মো. বশির গাজী ও বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক।
স্থানীয় ভাবে ২ লক্ষ টাকার বিনিময়ে এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য শালীশ বিচার করার অপরাধে সাচড়া ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: শাহাজল হক কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক।