করোনায় বিপাকে ব্যবসায়ীরা দোকান ভাড়া মওকুফ করলেন আওয়ামীলীগ নেতা

করোনাভাইরাসের কারণে দৌলতখান পৌরশহরে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন দৌলতখান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন। তিনি এপ্রিল মাসের ৭ টি দোকানের ভাড়া প্রায় ৭২ হাজার টাকা মওকুফ করে দেন।
দৌলতখান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন জানান, পৌর শহরের ৭ টি দোকান ভাড়া পেতাম প্রতি মাসে ৭২ হাজার টাকা। চলমান করোনাভাইরাসের কারণে দোকান বন্ধ থাকায় বিপাকে পরছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় এপ্রিল মাসের ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাড়া মওকুফ করে দিয়েছি।
দৌলতখান পৌরসভার মেয়র জাকির তালুকদার বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেনের এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবিদার। তার মতো উপজেলার সব মালিকপক্ষরা করোনার কারণে ভাড়াটিয়াদের কথা বিবেচনা করে এ মহতী উদ্যোগ গ্রহণ করবেন বলেও আমি আশা করছি।
অন্যদিকে করোনার কারণে এইচএম মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াও মওকুফ করেছেন ওই মার্কেটের মালিক কামরুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।