ভোলায় বাংলাদেশ (অসকস) এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কর্পোরাল নাসির উদ্দিন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার (অসকস)এর ভোলা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন, কর্পোরাল মোঃ নাসির উদ্দিন(ইবি)(অব.)।মোঃ নাসির উদ্দিনের জন্মস্থান ভোলার পৌরসভার ৫নং ওয়ার্ডের হোমিও কলেজ রোডের মৃত:মোঃ আলী হোসেন মিয়া অবসর(টিএও)এর সন্তান। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। এবং ২০১৮ সালে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহন করেন। মঙ্গলবার ২১শে এপ্রিল বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)এর কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা শাখার এ’কমিটি অনুমোদন দেওয়া হয় বলে তথ্যসূত্র জানা যায়।

 এ ব্যাপারে ভোলা জেলা (অসকস) সভাপতি কর্পোরাল মোঃ নুরে আলম নবনির্বাচিত (অসকস)ভোলা জেলার সাধারণ সম্পাদক পদ মনোনীত হওয়ায় নাসির উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ক্রাইসিস মুহুর্তে আমরা অবসরপ্রাপ্ত সকল সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যদের সাথে নিয়ে দেশের মানুষের সেবায় কাজ করার এক আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া তিনি ভোলা জেলার সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর প্রক্তন কর্মকর্তাদের যেকোন বিপদে আপদে তাদের পরিবারবের সমস্যা সমাধানে করতে তাদের পাশে সহায়তা করার অভিমত ব্যক্ত করেন।

এদিকে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ নাসির উদ্দিন বাংলাদেশ (অসকস)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি /সম্পাদক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় তিনি তার এক বক্তব্য বলেন,তার প্রতি অর্পিত সংগঠনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তা যথাযথভাবে (অসকস) এর সন্মান অক্ষুণ্ণ রেখে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনায় কাজ করবেন বলে এক অভিমত ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।