সর্বশেষঃ

ভোলায় ডায়াবেটিস হাসপাতালে ও সাংবাদিকদের মধ্যে যুবদল নেতা কায়েদের পিপিই প্রদান

“ভাইরাস নয় সংক্রমিত হোক মানবিকতা” এই স্লোগান কে সামনে রেখে করোনা ভাইরাস কোভিড – ১৯ জনিত সার্বিক পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে ও সাংবাদিকরা নিজেদের সুরক্ষিত রেখে যেনো তাঁদের পেশাগত দ্বায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে কেন্দীয় যুবদলের সাবেক সম্পাদক ও ভোলা জেলা যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কয়েদ খাঁন ভোলা ডায়াবেটিস হাসপাতালে ও দ্বিতীয় দফায় ভোলার ৮ জন সাংবাদিককে মাস্ক, হ্যান্ডগ্লবস ও পিপিই প্রদান করেছেন।

সোমবার (২০ এপ্রিল) শহরের উকিল পাড়াস্থ হোটেল প্যাপিলনের ৩য় তলায় তার ব্যক্তিগত অফিসে ভোলায় দ্বায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এসব সুরক্ষা উপকরণ বিতরণ করেন।

এই সময় তিনি বলেন এই মহামারিতে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকি কিন্তু সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে এবং সাধারন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। অনেক সংবাদ কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ভর্তি আছেন। বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করতে ডাক্তার, সাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি       সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

এ সময় যুবদল নেতা কায়েদ খাঁন এর পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল হক অনু, আর টিভির জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু ও সময় টিভির জেলা প্রতিনিধি নাছির লিটনকে পিপিই দেওয়া হয়।

পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি ও ভোলা নিউজ ডটকম এর সম্পাদক এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক ইউনুস শরীফ, একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচএম জাকির, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি হোসাইন সাদী, সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন প্রমুখ।

এছাড়াও আজ মঙ্গলবার ভোলা ডায়াবেটিস হাসপাতালে ডাক্তার ও স্টাফদের পেশাগত সুরক্ষায় ৫ টি পিপিই প্রদান করেন তিনি।

উল্লেখ্য শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ভোলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ১০ জন সাংবাদিককে পেশাগত সুরক্ষায় পিপিই প্রদান করেন যুবদল নেতা ও সমাজ সেবক তরিকুল ইসলাম কায়েদ।

এছাড়াও তিনি নিরবে নিভৃতে ব্যক্তিগত উদ্যোগে সমাজের দরিদ্র অসহায় ও কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।