সর্বশেষঃ

ভোলায় চিকিৎসকদের পিপিই দিলো বিয়ে বাজার

ভোলায় চিকিৎসকদের সুরক্ষায় পিপিই দিয়েছে শহরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘বিয়ে বাজার’।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালীর হাতে এসব পিপিই তুলে দেন বিয়ে বাজার প্রতিষ্ঠাতা প্রভাষক মনিরুল ইসলাম।
চিকিৎসকদের জন্য পিপিই ছাড়াও গ্লাবস, মাস্ক ও হেডএপ্রোন দেয়া হয়। এ সময় তরুন লেখক ও সাংবাদিক ছোটন সাহা, সাংবাদিক আদিল হোসেন তপু উপস্থিত ছিলেন।
মরিুল ইসলাম জানান, করোনা সময়ে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক-নার্সগন। তাই তাদের সুরক্ষার কথা বিবেচনা করে চিকিৎসকদের জন্য ৫টি পিপিই তুলে দেয়া হয়েছে। সামাজিক কাজে আমাদের উৎসাহ দিতেই ঢাকা থেকে একজন ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আজমুল হক আমাদের সহযোগীতা করেছেন।
এছাড়াও আমরা ব্যক্তিগত তহবিল থেকে উপকূলের দরিদ্র মানুষ, মানতা সম্প্রদায় ও রিক্সাচালকদের মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছি।
এছাড়াও ৭৫টি পরিবারকে খাদ্য সহায়তা এবং দেড়শ শিশুকে শিশুখাদ্য উপহার দেয়া হয়েছে। করোনা সংক্রামনরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে হাতধোয়া ও লিফলেট বিতরন কর্মসূচী চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।