ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
ভোলায় চিকিৎসকদের পিপিই দিলো বিয়ে বাজার

ভোলায় চিকিৎসকদের সুরক্ষায় পিপিই দিয়েছে শহরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘বিয়ে বাজার’।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালীর হাতে এসব পিপিই তুলে দেন বিয়ে বাজার প্রতিষ্ঠাতা প্রভাষক মনিরুল ইসলাম।
চিকিৎসকদের জন্য পিপিই ছাড়াও গ্লাবস, মাস্ক ও হেডএপ্রোন দেয়া হয়। এ সময় তরুন লেখক ও সাংবাদিক ছোটন সাহা, সাংবাদিক আদিল হোসেন তপু উপস্থিত ছিলেন।
মরিুল ইসলাম জানান, করোনা সময়ে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক-নার্সগন। তাই তাদের সুরক্ষার কথা বিবেচনা করে চিকিৎসকদের জন্য ৫টি পিপিই তুলে দেয়া হয়েছে। সামাজিক কাজে আমাদের উৎসাহ দিতেই ঢাকা থেকে একজন ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আজমুল হক আমাদের সহযোগীতা করেছেন।
এছাড়াও আমরা ব্যক্তিগত তহবিল থেকে উপকূলের দরিদ্র মানুষ, মানতা সম্প্রদায় ও রিক্সাচালকদের মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছি।
এছাড়াও ৭৫টি পরিবারকে খাদ্য সহায়তা এবং দেড়শ শিশুকে শিশুখাদ্য উপহার দেয়া হয়েছে। করোনা সংক্রামনরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে হাতধোয়া ও লিফলেট বিতরন কর্মসূচী চলমান রয়েছে।