ভোলায় হোম কোয়ারেন্টিনে থাকা ৬ পরিবারের বাসায় খাদ্য সামগ্রী পাঠিয়েছেন ইউপি চেয়ারম্যান
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ঢাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর এবং কাওরান বাজার থেকে আশায় ৬ পরিবারের ৪৪ জন সদস্য কে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট ও নৌ বাহিনী।
গতকাল রবিবার প্রশাসনের একটি টিম গিয়ে এই ঘোষনা দিয়েছেন।
হোম কোয়ারেন্টিনে থাকা ৬ পরিবারের জন্য ইউপি চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া সোমবার সকালে পরিষদের দফাদার ও চকিদার দিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠিয়েছেন এবং ১৪ দিনের মধ্যে যা কিছু প্রয়োজন চেয়ারম্যান কে জানালে তিনি চকিদারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এই সময় ইউপি সদস্য বারেক পাটোয়ারী, মহিলা মেম্বার এর স্বামী সাঈদ আলী জমাদার উপস্থিত ছিলেন।
পরিষদের খাদ্য সামগ্রীর পাশাপাশি ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও যাবতীয় কাঁচাবাজার নিয়ে পৌঁছে দিয়েছেন ৬ বাড়ীতে এবং টিউবওয়েল থেকে পানি এনে দিয়েছেন ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।