ভোলায় পত্রিকার হকারদের মাঝে জিজেইউএস’র ত্রাণ বিতরণ
মরণঘাতী নভেল করোনা ভাইরাস লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো বিশ্বকে। বাংলাদেশ ও করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছেনা মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমনতো অবস্থায় ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
সংস্থার পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া পত্রিকা হকারদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ভোলা প্রেসক্লাবের সামনে থেকে ত্রান বিতরন করেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির, উপ-পরিচালক জাহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান ও জাকির হোসেন।
এছাড়া সংস্থার পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ভোলা সমাজ সেবা অধিদপ্তর এ এক লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। আজ সোমবার সকালে সংস্থার প্রধান কার্যালয়ে থেকে চেক তুলে দেন নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।