ভোলাসহ যে ১০ জেলা এখনো করোনা মুক্ত

করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।এ ভাইরাসটি ইতিমধ্যেই দেশের ৫৪টি জেলায় বিস্তার লাভ করেছে। তবে করোনায় সংক্রমণ থেকে এখনো দেশের ১০টি জেলা মুক্ত রয়েছে। ওই জেলাগুলোতে এখনো কোনো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সোমবার রাতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য মতে, দেশের ৬৪টি জেলার মধ্যে ১০টি জেলা কোভিড-১৯ মুক্ত। জেলা গুলো হল- ভোলা, খাগড়াছড়ি, রাঙামাটি, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নাটোর, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ।

আইইডিসিআরের সর্বশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। তবে আক্রান্তদের মধ্যে ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সুত্র : https://www.jugantor.com/national/300036

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page