চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে দ্বিতীয় দফায় তোফায়েল আহমেদের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ
সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা রেড-ক্রিসেন্ড ইউনিটের সেক্রেটারি আজিজুল ইসলাম।
২০ এপ্রিল (সোমবার) সকালে উওর দিঘলদী ইউনিয়নের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির নির্দেশ অনুযায়ী কেরোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফায় ২, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম জামাল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৭নং ওয়ার্ড মেম্বার আলী আজগর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আক্তার মাস্টার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শরীফ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজ মেম্বার, সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, ৯ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লাবু সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।