ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
ভোলার নবীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইউএনও’র খাদ্য সহায়তা প্রদান

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । এমন পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। ১৯ এপ্রিল (রবিবার) বিকালে ভোলা
সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯নং ওয়ার্ড আছমত আলী পন্ডিত বাড়ি এলাকায় ২৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষে ভোলা ত্রান বিতরন কমিটির সদস্যরা সকলকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে বিশেষ অনুরোধ করেন ।