ভোলার নবীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইউএনও’র খাদ্য সহায়তা প্রদান

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । এমন পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। ১৯ এপ্রিল (রবিবার) বিকালে ভোলা

সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯নং ওয়ার্ড আছমত আলী পন্ডিত বাড়ি এলাকায় ২৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।

এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষে ভোলা ত্রান বিতরন কমিটির সদস্যরা সকলকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলকে বিশেষ অনুরোধ করেন ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।