সর্বশেষঃ

পিপিই পরে ডাক্তার সেজে বাসা-বাড়িতে ডাকাতি।। সতর্ক থাকার আহবান

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জেলায় পিপিই পরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির কথা শোনা যাচ্ছে। এমতাবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল জনসাধারণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ভোলা জেলা পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) এক জরুরী বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ভোলা জেলায় বসবাসরত সম্মানিত জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না।

এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে ০১৭৬৯৬৯৫৪৭২ নাম্বারে বা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

ইদানিং দেশের বিভিন্ন এলাকা হতে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় নেমেছে।

ভোলা জেলা পুলিশ সর্বদা আপনাদের নিরাপত্তা বিধানে আপনাদের পাশে।
—–অনুরোধক্রমে পুলিশ সুপার, ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।