দৌলতখানে লাশ দাফনে তরুণ আলেমদের টিম

দৌলতখানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফন – কাফনে অংশ নেয়ার জন্য সাতজন নতুন আলেমের সমবায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

কওমি মাদ্রাসার এসব তরুণ আলেম স্বেচ্ছায় এই টিম গঠন করেছেন।

এই টিমের প্রধান হিসেবে রয়েছেন মাওলানা সাদ্দাম বিন ইসমাইল, এবং সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, অন্যদের মধ্যে রয়েছে
মাওলানা নূরুল ইসলাম , হাফেজ মাও. হাসান
মাওলানা তরিকুল ইসলাম , হাফেজ মাসুম বিল্লাহ মুহা.ইসামাইল হোসেন সাজু, মুহা.আব্দুল হাই , মোহা.জাহিরুল ইসলাম।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান তরুণ আলেমদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইতিমধ্যে সরকারি ভাবে লাশ দাফন কাফনের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

এই টিমের প্রধান মাওলানা সাদ্দাম বিন ইসমাইল বলেন, নবী (সা.)-এর কোনো উম্মত যাতে মৃত্যুর পর শরিয়তসম্মতভাবে দাফন-কাফনের হক হতে বঞ্চিত না হন সেজন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে।

আমরা করোনায় আক্রান্তদের গোসল, জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।