তজুমদ্দিনে মানব সেবা সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

ভোলার তজুমদ্দিনে মানব সেবা সংস্থার (মাসস) এর উদ্দোগে কর্মহীন হয়ে পরা ৪০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সংস্থার চেয়ারম্যানের বাসার সামনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তেল, পিয়াজসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলামের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস দূর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবার খুজে খুজে খাদ্য সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন, সংস্থার চেয়ারম্যান ও প্রেসকøাব সভাপতি মোঃ রফিক সাদী, মহাসচিব সাংবাদিক মোঃ ফারুক প্রমুখ। উল্লেখ্য মানব সেবা সংস্থার (মাসস) মানবতার কল্যাণের উদ্দেশ্যে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। যে কোন দুর্যোগে মানুষের পাশে থেকে সামর্থ অনুযায়ী সেবা করার পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্ট্রিশন লাভ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।