ভোলায় পানের বরজে আগুন নেপথ্যে মাদক সেবন

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চাঁর’শ গজ পশ্চিমে আজ শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টায় মঞ্জুর আলমের পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মমতাজ বেগম জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে বাড়ির পাশে থাকা মঞ্জুর আলমের পানের বরজে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আমার স্বামী জাহের মাঝি, পার্শবর্তী দেলোয়ার হোসেন, আলমগীর, নোমান,ইব্রাহিম সহ অন্য’রা এসে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পানের বরজের মালিক মঞ্জুর আলম জানান, আমার সাথে কারো শত্রুতা নেই আমার সন্দেহ হয় পানের বরজের আড়ালে লুকিয়ে মাদক সেবকরা গাঁজা সেবন করার পর তাদের নিক্ষিপ্ত আগুনে অগ্নিকাণ্ডের সূচনা হয়, এতে আমার পানের বরজের ৫০ হাজার টাকার মত ক্ষতি হয়। স্থানীয় আবুল কালাম সহ একাধিক বাসিন্দারা জানান প্রায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত আমাদের এলাকায় বহিরাগত লোকজন সন্দেহজনক চলাফেরা করে এবং মাদক সেবন করে চলে যায়, এতে আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে অনিশ্চয়তায় দিনযাপন করছি।
ক্ষতিগ্রস্ত পান চাষীর ছেলে রাছেল জানান, আমাদের সাথে এলাকার কারো সাথে কোন বিরোধ নেই কিন্তু কেনো এই কাজ করলো আমরা বুঝতেছি না।