সর্বশেষঃ

ভোলায় কর্মহীনদের মাঝে জিজেইউএস এর খাদ্য সহায়তা প্রদান

করোনাভাইরাস প্রতিরোধে ভোলার কর্মহীন দোকান কর্মচারী ও উকিলদের অফিস সহকারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে পৃথক পৃথকভাবে ভোলা সদরের পুলিশ লাইনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে ও ভোলা জেলা আইনজীবি সমিতির অফিসের সামনে এ খাদ্য সহায়তার ত্রান তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুল আমিন নুরন্নবী, এড.বীথি ইসলাম, দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, জেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবিদুল আলম আবিদসহ প্রমূখ।

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক কর্মচারীদের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিরতণকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবিদুল আলম আবিদ বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং সবাইকে যার যার ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করেছেন। এই অবস্থায় হত দরিদ্র লোকেরা বাসায় বসে আছে এবং তাদের কোনো কাজকর্ম না থাকায় অনেকের খাদ্য সংকট দেখা দিয়েছে। আমরা আশা করব সমাজের বিত্তবান ব্যক্তিরা সবাই হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়াবেন এবং এই ক্রান্তিলগ্নে উনাদের হাত প্রসারিত করে দিবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page