ভোলায় ইমাম মুয়াজ্জিনসহ ৩শ মানুষের মাঝে চাউল বিতরণ
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ৩শ মানুষের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩০ জন ছিলেন মসজিদের ইমাম মুয়াজ্জিন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে ইউনিয়ন পরিষদের চত্বরে চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া, ট্যাগ অফিসার জহির রায়হান, সচিব নোমান ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই চাউল বিতরণ করেন।
ইমামদের প্রতিনিধি মাওলানা আবদুল হাই বলেন, কোন জনপ্রতিনিধি ইমামদের খবর তেমন রাখে না, তবে হাছান চেয়ারম্যান শীত, ঈদ ও যে কোন দূর্যোগে তিনি ইমামদের সহযোগীতা করেন, পরিষদের পক্ষ থেকে এবং সামাজিক কোন অনুষ্ঠানে ও আমাদের দাওয়াত করেন।
চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন পর্যায়েক্রমে প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ কর্মহীন সকল কে আমরা সহযোগীতা করবো।