সর্বশেষঃ

মানুষকে ঘরে রাখতে গান গেয়ে প্রচার চালাচ্ছে তেতুলিয়া সামাজিক সংঘ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিনে গানে গানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার চালিয়েছে সেচ্ছাসেবী সংগঠন “তেতুলিয়া সামাজিক সংঘ”৷

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বোরহানউদ্দিনের সাঁচড়া ইউনিয়নের স্থানীয় দরুন বাজারসহ ও আশপাশের অলিগলিতে গানের মাধ্যমে সচেতনতা বাড়াতে এ প্রচার চালান সংগঠনের সদস্যবৃন্দ।

এ সময় গানের সুরে ঘর থেকে বের হয়ে আসা জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান তারা।

সংগঠনের আহ্বায়ক সিয়াম মৃধা, যুগ্ম-আহ্বায়ক জিএম.শাওন, জেএম.মমিন, রাকিব, সম্ভুনাথ, সবুজ ডালী, কালাম খান, আলী আজগর, সজিব প্রমুখ এসময় উপস্থিত ছিলেন৷

সেচ্ছাসেবী সংগঠন তেতুলিয়ার ব্যতিক্রম এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন এলাকাবাসী।

তেতুলিয়া সামাজিক সংঘের সাধারণ যুগ্ম-আহ্বায়ক জে এম মমিন জানান, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের শুরু থেকে নানা ধরণের কার্যক্রম চালাচ্ছে তারা৷ এছাড়া গোপনে রাতের আধাঁরে ছবি না তুলে এবং নাম প্রকাশ না করে গৃহবন্ধী কর্মহীন অসহায় মানুষের পাশে গিয়ে উপহার নিয়ে দাড়াচ্ছেন ওই সংগঠনের সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।