গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ঘাট শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
দেশের এই সংকটময় মূহুর্তে কর্মহীন সাধারণ মানুষের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। প্রতিনিয়তই সহযোগীতা করে যাচ্ছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল শুক্রবার ঘাট শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করে।
সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘদিন যাবৎ কর্মহীন ঘাট শ্রমিকদের মাঝে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ভোলার খেয়াঘাটে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক মাইক্রোফিনান্স মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক অডিট মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ শাহাবুদ্দিনসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।