ভোলা জেলা বিএনপির সমাবেশে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল
শতাব্দীর মহানায়ক অনন্য মুজিব : (পর্ব-৫)

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত সংখ্যার পর) পৃথিবীতে কোন দেশে কোনকালে এরকম নির্দয় হত্যাকান্ড হয়েছে কিনা আমরা শুনিনি। এরকম বঙ্গবন্ধুর মত একজন মহামানবকে সপরিবারে চিরতরে লুপ্ত করে দিল। শেখ মনিকে আমি দেখেছি এক অল্প বয়স্ক তরুণ যুবক, তার চোখে-মুখে ছিল রাজনীতির এক চুম্বক। অতি সহজেই জ্ঞানী এবং বুদ্ধিমান রাজনীতির প্রজ্ঞা লোককে বা একজন একনিষ্ঠ কর্মীকে অনুভব করতে পারতেন। বঙ্গবন্ধুর ফ্যামিলির সকল লোককে আমি দেখেছি অসম্ভব বুদ্ধিসম্পন্ন ও জ্ঞানের শিখা।
সেরনিয়াবাত একজন লব্ধ প্রতিষ্ঠিত বড় আইনের লোক ছিলেন। তিনিও অসম্ভব বুদ্ধিমত্তা দিয়ে মন্ত্রিত্ব চালিয়ে ছিলেন। অতি ধীর, চিন্তাশিীল লোক ছিলেন তিনি। দেখলে মনে হয় অভিজাত্যের সম্ভ্রমে সম্মোহিত। বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর ফ্যামিলির কথা লিখতে গেলে আমার মত একজন সাধারণ লেখিকার অনেক জ্ঞানের দরকার। উদ্দেশ্যকারীরা তাদের নীল নকশা অনুযায়ী এসব জ্ঞানী ও ঝানু প্রখর রাজনীতির লোককে একেবারে চিরতরে সরিয়ে দিয়ে নিজেদের গদি দখলের জায়গা করে নিয়েছে।
আওয়ামীলীগের রাজনীতি চলছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পর অতি মন্থর গতিতে। সাড়া নেই, শব্দ নেই, যেন নায়ক হারা এক বিষাদসিন্ধু। চলায়< বলায়, কওয়ায়, হাঁটায়, সভা সমিতিতে, রাজনীতিতে নারী কল্যাণ, নারী দিবস, মাদারস ক্ভোলার দৌলতখানের বিচ্ছিন্ন চরে ত্রান বিতরআব কোথায় না বঙ্গবন্ধুর নাম নেই, সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বঙ্গবন্ধুর কথা লোকের মুখে মুখে। আওয়ামীলীগের মুষ্টিমেয় লোকের ও নেতৃবৃন্দের পরিচালনায় আওয়ামীলীগ শ্রেষ্ঠত্ব লাভ করে উদ্দাম গতিতে এগিয়ে চলছিল। তাদের মধ্যে অন্যতম মোঃ জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদসহ অনেকেই।
শেখ হাসিনা এল এক মুক্তির দূত হয়ে। সেদিন বাংলাদেশের আনাচে, কানাচে, নগরে, পল্লীতে, গ্রামে, গঞ্জে, জিলা, মহকুমা, থানা, শাখা-প্রশাখা থেকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে লাখে লাখো যুবক-যুবতী, তরুণ-তরুণী, মধ্য বয়সী, বৃদ্ধা, লাখো লাখো লোক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেখার জন্য শুধু এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছিল। আমার সেদিন দূর দেশে বসেও আনন্দে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার প্রতি, দেশের জনসাধারণের ভালবাসা দেখে। ধন্য বঙ্গবন্ধু, ধন্য শেখ হাসিনা।
তখন আমার বার বার মনে হয়েছিল, এত লাখো লাখে লোক বঙ্গবন্ধু ও তার মেয়েকে ভালবাসে, তবে কেন সেদিন ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল, কেন ? লাখো লোক ষড়যন্ত্রকারীদের উপর ঝাপিয়ে পড়ল না কেন ? কেন নীরবে নিথর হয়ে দাঁড়িয়ে থাকল।
(চলবে——–)