ভোলার দৌলতখানের বিচ্ছিন্ন চরে ত্রাণ বিতরণ
ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চরের ২০০ পরিবারের মধ্যে সরকারের বরাদ্ধ কৃত ত্রান বিতরন করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় এ ত্রান বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, লবন, তৈল, সাবান দেওয়া হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু এর সার্বিক তত্বাবধানে এ ত্রান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান, এ টি ও আব্দুল মান্নান। ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল এমপি’র সার্বিক দিক নির্দেশনায় এ ত্রান বিতরন করা হয় ।
এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, সরকার করোনা ভাইরাসের এই দুর্যোগে মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সাংসদের সার্বিক নির্দেশনায় আমরা সাধারন মানুষের পাশে আছি। ইনশাআল্লাহ আমরা সরকারের নির্দেশে এমপি মহোদ্বয়ের সার্বিক তত্বাবধানে সকল মানুষের দোড় গোড়ায় খাদ্য পৌছে দিবো, খাবারের কোন সংকট হবেনা। কারোর যদি খাদ্যের প্রয়োজন হয় তবে এই এলাকার সংসদ সদস্যের দেয়া হট লাইনে ফোন দিলেই অাপনার ঘরে খাদ্য সহায়তা পৌছে যাবে। আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘড়ে থাকুন, নিজে বাঁচুন পরিবারকেও বাঁচান।