চরফ্যাশন ও মনপুরায় চিকিৎসক-নার্সদের সুরক্ষায় স্বাস্থ্য উপকরণ হস্তান্তর
ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা হাসপাতালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্টের উদ্যোগে চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষায় উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বসাকের নিকট করোনা সংক্রমন থেকে সুরক্ষায় ৪শ’ হেন্ড গ্লোভস, ২শ’ মাস্ক ও অত্যাধুনিক ২টি নেবুনাইজার মেশিন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্য্যন জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও ভোলা কোস্ট ট্রাস্টের সহকারি পরিচালক রাশেদা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, চরফ্যাশন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এম. আবু সিদ্দিক, চরফ্যাশন কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারি মোঃ ইউনুস, খোকন চন্দ্র শীল, রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার কণিকা রানী, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী।
পরে দুপুর ১২টায় মনপুরা উপজেলা হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য ৪শ’ হেন্ড গ্লোভস, ২শ’ মাস্ক ও ২টি নেবুনাইজার মেশিন হস্তান্তর করা হয়।