চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে শান ফাউন্ডেশনের মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত
ভোলার লালমোহনে শান ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি, দৈনিক ইউরোসমাচার পত্রিকার সম্পাদক, লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ভিয়েনাপ্রবাসী বরেণ্য সাংবাদিক জনাব মাহবুবুর রহমানের আন্তরিক পৃষ্ঠপোষকতায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ ধলীগৌরনগরের ঐতিহ্যবাহী সালাউদ্দিন মাস্টার বাড়িতে শান ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল ১১ টায় মহতী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শান ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান অর্ধশতাধিক ভুক্তভোগী অসহায় পরিবারের মাঝে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এবং ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক ইউরোসমাচার পত্রিকার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম দুলাল, দালাল বাজার সেরাজিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহে আলম, দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শরিফুদ্দিন টিপু শান, শান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মেজবাহউদ্দিন রুবেল শান, দক্ষিণ ধলীগৌরনগর ছাত্রলীগের সভাপতি আফসার উদ্দিন শামীম শান প্রমুখ ।