মনপুরায় ৬৩ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

ভোলার মনপুরায় শারিরীক দূরত্ব বজায় রেখে ৬৩ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল দেওয়া হয়।


এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, ওসি সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবু, ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া সহ গণমাধ্যম কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।