সর্বশেষঃ

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় হাত ধুতে গিয়ে নিজ বাড়ির পুকুরে পড়ে ৭ বছরের মেয়ে শিশু মৃত্যুবরণ করে। বুধবার সকাল ৯ টায় নিজ বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ^রগঞ্জ গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর মেয়ে শিশু মরিয়ম (৭)।
মৃত শিশুর বাবা নুরনবী জানান, সাবান নিয়ে পুকুরে হাত ধুতে গেলে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। মনপুরা হাসপাতালের কর্তব্যরত আবাসিক ডাঃ মশিউর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশুটি মৃত্যুবরণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।