ফের শুরু হচ্ছে ওএমএসে চাল বিক্রি
স্থগিত করা ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএসের চাল বিক্রি কার্যক্রম আবারও শুরু হচ্ছে। তবে এই সুবিধা সবাই পাবেন না। যারা সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে আছেন কেবল তারাই এই সুবিধা পাবেন। তালিকা করে কার্ডের ভিত্তিতে এখন তা বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম আজ বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ওএমএস কমিটির সভাপতি) নির্দেশনাপত্র দেয়া হয়েছে। আজ খাদ্য মন্ত্রণালয় থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, ইতিপূর্বে যারা ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে তাদের এই তালিকার বাইরে রেখে যাদের কোনো কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসে ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনা ভাইরাসের কারণে গত ৫ এপ্রিল থেকে ১০ টাকা কেজি দরে ওএমএসে চাল বিক্রি শুরু হয়েছিল। তাতে দেখা যায়, এসব চাল কিনতে প্রচুর ভিড় হচ্ছিল। ভিড় এড়াতে গত সোমবার তা স্থগিত করে খাদ্য মন্ত্রণালয়। যা এখন আবার চালু হচ্ছে।
সুত্র : দৈনিক শিক্ষাডটকম।