ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
ছেলের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা
ভোলার দৌলতখানে অলিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বৃদ্ধ অলিউর রহমানের ছেলে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে পারিবারিক কলহ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ভোরে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে বৃদ্ধ অলিউর রহমানের বাকবিতণ্ডা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় তার মেয়ে ফাতেমা বেগম ঘরের আড়ার সঙ্গে অলিউর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, অলিউর রহমানের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসারপর বুঝা যাবে এটি হত্যা? নাকী আত্মহত্যা?