ভোলায় শিশুদের মুখে হাসি ফুটালো বিয়ে বাজার

ভোলায় করোনা ভাইরাসের কারনে কঠিন সময় পার করছেন দরিদ্র মানুষগুলো। কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। চরম সংকটে দিন কাটাছে তাদের। এ অবস্থায় দরিদ্র পরিবারের শিশুদের পাশে আর্ত মানবতার সেবায় দাড়িয়েছে একদল সেচ্চাসেবী। তারা কোমলমতী শিশুদের মাঝে উপহার হিসেবে তুলে দেন শিশু খাদ্য সামগ্রী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার চরছিফলি গ্রামের ‘দারুল হাবিব খানকাহ শরীফ’ মাঠে শিশুখাদ্য উপহার কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা নৌ কন্টিজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ। সামাজিক দুরত্ব নিশ্চিত করে শিশুদের এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এ সময় প্রভাষক মনিরুল ইসলাম, তরুন লেখক-সাংবাদিক ছোটন সাহা, ডা. ও কবি মো: মহিউদ্দিন, দৈনিক ভোলার বাণী’র স্টাফ রিপোর্টার মোঃ মাহে আলম মাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘বিয়ে বাজার’ তাদের ব্যক্তিগত তহবিল থেকে চারসামাইয়া ইউনিয়নের চরছিফলি এলাকার দেড় শতাধিক শিশুর হাতে চিপস,বিস্কুট, কেক, ওয়েফার ও চকলেটসহ নানা ধরনের মুখরোচক খাবারের প্যাকেট তুলে দেয়। এ সময় গনমাধ্যমের কর্মী, শিশুদের অভিাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিয়ে বাজার প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম জানান, করোনার কারনে অনেক পরিবার এখন কর্মহীন, সরকারি এবং বেসরকাররি পর্যায় থেকে তারা ত্রান সহায়তা পেলেও অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন। অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানদের মুখে তুলে দিতে পারছেন না শিশু খাদ্য। তাই আমরা ওই সব দরিদ্র পরিবারের শিশুদের মুখে হাসি ফুটাতে সামন্য কিছু শিশু খাদ্য বিতরন করেছি। আমাদের এ প্রক্রিয়া চলমান রয়েছে। এরআগেও আমরা রিক্সাচালক, উপকূলের দরিদ্র পরিবার ও মানতা সম্প্রদায়ের নারী-শিশুদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরন করেছি।

ভোলা নৌ বাহিনী কন্টিজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ বলেন, এটি একটি ভালো উদ্যোগ, খাবার পেয়ে শিশুদের মুখে হাসি ফুটেছে। এমন মহৎ কাজে আমাকে অংশগ্রহনের সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।