দৌলতখানে ১শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভোলার দৌলতখানে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
কর্মহীন অসহায় ও শ্রমজীবী পরিবারের মানুষগুলো খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল,আলু, তেল ও পেঁয়াজ। এছাড়াও হাত ধোয়ার একটি সাবান রয়েছে।
এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ও হাজীপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু উপস্থিত ছিলেন।
দৌলতখান উপজেলার হাজীপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরের বাইরে যেতে না পারায় খাদ্যর সংকট দেখা দিয়েছে বিভিন্ন খেটে খাওয়া দরিদ্র পরিবারে। উপজেলা প্রকল্প বাস্তবায় অফিস থেকে খাদ্য সহায়তা হিসেবে জি.আর এর ১ মেট্রিক টন চাল ও নগদ ১০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলে নির্দেশে ১শ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে তা বিতরণ করা হয়েছে।