সর্বশেষঃ

লালমোহনে করোনা সন্দেহে মৃত্যুবরন করা আবু কালামের রিপোর্ট নেগেটিভ

ভোলার লালমোহনে পশ্চিম চর উমেদের আবু কালাম (৫৫) সর্দার গত শুক্রবার জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় মৃত্যু বরন করেন। তার আত্নীয়রা সবাই ধারনা করে আবু কালাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং শুক্রবার রাত ১১ টায় তাকে গোপনে মাটি দেয়ার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসন কে জানালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ঐ এলাকার ৩টি গ্রাম ১৪ দিনের জন্য লক ডাউন ঘোষনা করেন।

আবু কালাম সর্দার এর মৃত্যু করোনায় হয়েছে কিনা তা লালমোহন হাসপাতল কর্তপক্ষ তার নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করে। লালমোহন হাসপাতাল সূত্রে জানা যায় আবু কালাম সর্দার এর রিপোর্ট নেগেটিভ এসেছে। সে করোনা ভাইরাসে মারা যায়নি।

আবু কালামের রিপোর্ট নেগেটেভ আসায় উপজেলার কাশ্মির গ্রাম, নর্থ গজারিয়া গুচ্ছগ্রাম ও পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড লালমোহন প্রশাসনের ১৪ দিনের দেয়া লকডাউন এলাকার মানুষজন শোকরিয়া আদায় করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।