তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় সাংবাদিকসহ জনপ্রতিনিধিদের পিপিই দিলেন উপজেলা প্রশাসন
ভোলার মনপুরায় সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, ট্যাগ অফিসার ও হাসপাতালে কর্তব্যরত ডাক্তার-নার্সদের পিপিই দিলেন উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে ও হাসপাতালের চত্বরে এই পিপিই ও মাক্স দেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, করোনা প্রতিরোধ যুদ্ধে যারা সামনে থেকে মোকাবেলা করছে তাদেরকে পিপিই দেওয়া হয়েছে। তবে উবামাস এর সার্বিক সহযোগিতায় এই পিপিই দেওয়া হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন বেপারী, মৎস্য কর্মকর্তা তারেক, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোকাম্মেল হক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান সহ অন্যান্যরা।