মনপুরায় করোনা সন্দেহে চার জনের নমুনা সংগ্রহ
ভোলার মনপুরায় করোনা সন্দেহে চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন ঢাকা ফেরত তাবলীগ জামায়েতের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ। রবিবার থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল টিম এই নমুনা সংগ্রহ করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ জানান, করোনা সন্দেহে চার জনের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছে। তবে তারা সবাই সুস্থ্য রয়েছে।