গ্রীণলাইন ওয়াটার বাস এর সত্বাধিকারী আলাউদ্দিন মিয়া সহযোগীতায় ভোলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার ত্রাণ বিতরণ
সারাবিশ্বে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর এ ভাইরাসের সংক্রমণে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশও এ মরণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিয়েছে অনেকগুলো প্রাণ। এতে করে আতঙ্কিত হয়ে পরছে সাধারণ মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বেশ কিছু কার্যকরি পদক্ষেপ। এতে করে অসহায় হয়ে পড়েছেন কাজ হারানো দরিদ্র, দিনমজুর ও নিম্ম আয়ের শ্রমজীবী পরিবারগুলো। এসব অসহায় পরিবারের মুখে দু’বেলা দুমুঠো ভাত তুলে দিতে ও তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন গ্রীণ লাইন ওয়াটার বাস এর সত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া। তার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ত্রাণ বিতরণ করেছেন।
চলমান করোনা ভাইরাসের কারনে সদর উপজেলার পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর ইউনিয়নের কর্মহীন ৭০০ মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তরিকুল ইসলাম রনি।
সোমবার (১৩ই এপ্রিল) গাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিজনের মধ্যে ২৫ কেজি চাল,৩ কেজি মশুর ডাল ও ৩ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
এসব খাদ্য সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম রনি, ইউসুফ সোহেব ও ছাত্র নেতা আজিজ মেহেরাব মোল্লা।
খাদ্য সামগ্রী বিতরনের তত্ত্বাবধায়ক রনি বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ ৭০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করছি আমাদের বিতরণ ব্যাবস্থা অব্যাহত থাকবে। আল্লাহ সহায় হলে আমরা যে কোন দুর্যোগে ভোলা বাসির পাশে ছিলাম এবং থাকবো।
উল্লেখ্য, ৭ এপ্রিল ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার ব্যাক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোলা সদর উপজেলার তেরোটি ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বতরণ করা হয়েছে। চলমান এ সংকট না কাটা পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানা গেছে।