লালমোহনে জেলেদের চাল চুরি ইউপি মেম্বার গ্রেফতার
ভোলার লালমোহনে জেলে পূনর্বাসনের চাল চুরির অভিযোগে ১ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। জানা যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জেলে পূনর্বাসনের ২ মাসের চাল খাদ্য গুদাম থেকে ছাড় দেয়া হয়। ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার ২ মাসের চাল না নিয়ে ১ মাসের চাল জেলেদের মাঝে বিতরন করেন। মোট ১৭১০ জন জেলেকে চাল দেয়ার কথা। অভিযোগ উঠেছে সেখানে প্রকৃত জেলেদের মাঝে তিনি ১ মাসের চাল বিতরন করেননি।
খবর পেয়ে বদরপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও রফিকুল ইসলাম, পিআইও অপূর্ব দাস ও লালমোহন থানা পুলিশ শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ ও এলাকার কয়েকটি বাড়ীতে অভিযান চালায়। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে ৪ বস্তা, সুমন ড্রাইভারের ঘর থেকে ৯ বস্তা, পরিষদের পাশের স্ব-মিল থেকে ২বস্তা মোট ১৫ বস্তা চাল উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান অভিযানের খবর পেয়ে অনেকের বাড়ী থেকে চাল সরিয়ে ফেলা হয়।
জেলেদের চাল চুরির অভিযোগে শনিবার ভোরে বদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ ওমরকে তার বাড়ী থেকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করে। এলাকা বাসী জানায় সে চেয়ারম্যানের ভাতিজা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার জানান চাল জেলেদের মাঝে বিতরন করা হয়েছে। জেলেরা চাল পেয়ে তা বিক্রি করে দিয়েছে। যারা এসব চাল ক্রয় করেছে তাদের বাড়ী থেকে চাল উদ্ধার হয়েছে।