সর্বশেষঃ

ভাষা সৈনিক সুফিয়া আহমেদ এর ইন্তেকাল

দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ (৮৭) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.আসাদুজ্জামান।

ড. সুফিয়া আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা ।

অধ্যাপক সুফিয়া আহমেদ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সৈয়দ রেফাত আহমেদ (হাইকোর্ট বিভাগের বিচারপতি), এক কন্যা ডা. রাইনা আহমেদ, তিনজন নাতি-নাতনি রেখে গেছেন।

সূত্রঃ বাংলা ট্রিবিউন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page